জয়ে ফিরেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ

42

অধিনায়ক রনি চৌধুরী ঘূর্ণিতে বড় ব্যবধানে জিতে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ে ফিরেছ সিটি কর্পোরেশন একাদশ। গতকাল সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা শতদল ক্লাবকে ৯৯ রানের বড় ব্যবধানে হারায়। এর আগে নিজেদের প্রথম খেলায় তারা নবাগত পাইরেটস অব চিটাগাংয়ের কাছে পরাজিত হয়। অন্যদিকে শতদল ক্লাবের এটি টানা দ্বিতীয় পরাজয়। আগের খেলায় তারা এফএমসির কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়। গতকাল সকালে টস হরে আগে ব্যাট করে সিটি কর্পোরেশন একাদশ ২৩০ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মেহেদী হাসান। এছাড়া নাজিমুদ্দিন সাব্বির ১৯, আশরাফুল হোসেন ১০, মনিরুল হোসেন ৩২, শহিদুল ইসলাম ২৬, আবদুল্লাহ আল মামুন ৩৮, রায়হান উদ্দিন আরাফাত ও রনি চৌধুরী ১৩ রান করেন। শতদলের জাইয়েদ উল্লাহ, সরওয়ার সাকিব ও সালেহিন রিফাত প্রত্যেকে দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শতদল ক্লাব প্রতিপ্েক্ষর বোলার রনি চৌধুরীর (৯.২-১-২৪-৪) ঘূর্ণিতে পড়ে ১৩১ রানে সবকটি উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আবু নাছের ফয়সাল। অন্যদের মধ্যে রবিউল আলম ১২, আবদুল আল জাবেদ ১১, শামসুল আরেফিন ২০, সিরাজুল মোস্তফা ১৭, সাফায়েত হোসেন ১৫ এবং হাবিবুল্লাহ নিশাদ ১৫ করেন। সিটি কর্পোরেশন একাদশের হয়ে একাই চার উইকেট নেন রনি চৌধুরী (বাঁশি)। এছাড়া আশরাফুল কবির ও মুজাহিদুল রানা দুটি করে উইকেট শিকার করেন। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এফএমসি স্পোর্টস বনাম রাইজিং স্টার ক্লাব এবং এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি বনাম চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে।