জয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী

36

ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও নোফেলের মতো দলের কাছে টানা হেরে দিশেহারা মোহামেডান। নতুন কোচ সিন লেন আশা খুঁজছিলেন। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে তাই মোহামেডানের জন্য চ্যালেঞ্জটা বড়ই ছিল। সেই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে সিন লেনের শিষ্যরা। মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে চিকোজির পেনাল্টি গোলের বদৌলতে ড্র’টা মোটেও জয়ের থেকে কম নয় সাদা-কালোদের।
এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেলের ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী। ৩-০ ব্যবধানের উড়ন্ত জয়টা এসেছে টানা তিন ড্র আর সবশেষ ম্যাচের হারের পর।
সাইফ, মোহামেডান ও শেখ জামালের সঙ্গে ড্র করে আবাহনীর কাছে হারের পর পূর্ণ পয়েন্ট নেয়ার নেশায় থাকা চট্টলার দলটি নোফেল জয় করে আত্মবিশ্বাসে ফিরেছে এটা বলাই যায়। জোড়া গোল করেছেন মাগালান। আরেকটি শাহেদ।
পয়েন্ট টেবিলে যদিও এর প্রভাব পড়েনি সেভাবে। চট্টগ্রাম আবাহনী উঠেছে সাতে। তার উপরে জয় পাওয়া মুক্তিযোদ্ধা। এগারতম অবস্থানেই অটল মোহামেডান ও নোফেল ঠিক মোহামেডানার এক ধাপ উপরেই অবস্থান করছে।