জয়ের ধারায় বাসাবো টাইগার্স ও এফইউসি

31


রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক চেয়ারম্যান মোহাম্মদ রাশেদের আর্থিক পৃষ্ঠপোষকতায় চলমান রিলায়েন্স-অ্যামেচার টি- টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে বাসাবো টাইগার্স ও এফইউসি ঢাকা। গতকাল শনিবার নির্ধারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে বাসাবো টাইগার্স ১৭ রানে নাইন্টি উইলোসকে এবং এফইউসি ঢাকা আট উইকেটে লিজেন্ড অব হাটহাজারীকে হারিয়েছে। এর আগের শুক্রবারের খেলায় বাসাবো টাইগার্স আট উইকেটে চট্টগ্রাম মাস্টার্সের কাছে এবং এফইউসি ঢাকা দুই উইকেটে সিসিএ সিনিয়র্স ক্লাবের কাছে পরাজিত হয়েছে।
দিনের প্রথম খেলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বাসাবো টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করেন। খোরশেদ ৪০ বলে ৫৫ এবং টনি ২৩ রান করেন। মাসুমুদ্দোল্লাহ ৩টি ও জকি ২ উইকেট লাভ করেন।
জবাবে নাইন্টি উইলোস নির্ধারিত ২০ ছয় উইকেটে ১৬১ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে জকি ৩২ বলের ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদের মধ্যে মাসুমুদ্দোল্লাহ ৪২ রান করেন। খোরশেদ বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়। খেলা শেষে তার হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক কৃতি ক্রিকেটার আবু হানিফ চম্পা। দিনের দ্বিতীয় ম্যাচে এফইউসি ঢাকার বিপক্ষে লিজেন্ড হাটহাজারী আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রান সংগ্রহ করতে সবকটি উইকেট হারায়। দলের পক্ষে ওসমান ২৩ রান করেন। প্রতিপক্ষে এহসান বল হাতে দুই উইকেট শিকার করেন।
জবাবে খেলতে নেমে এফইউসি ঢাকা দুই উইকেট হারিয়ে লক্ষ্যে (৭৯ রান) পৌঁছে যায়। দলের হয়ে এহসান ব্যাট থেকে ২২ বলে ২৫ রান। খেলায় ম্যাচ সেরার তকমা জোটে বিজয়ী দলের এহসানের হাতে। খেলা শেষে তাকে ক্রেস্ট তুলে দেন- টুর্নামেন্ট কমিটির সদস্য আবদুর রহিম ও মোহাম্মদ সোহেল।