জ্যোতিশ্বরানন্দের আবির্ভাব উৎসব ২৪ ও ২৫ জানুয়ারি

51

যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১০তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দু’দিনব্যাপী অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠানমালাসহ বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন আগামী ২৪ জানুয়ারি ব”হস্পতিবার চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে শুরু হচ্ছে। ২৫ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। শঙ্কর মঠ ও মিশন, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হ”েছ। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখন্ড প্রদীপ প্রজ¦লন, বেলুন উড্ডয়ন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, সমাজসেবা কার্যক্রম, সনাতন ধর্ম মহাসম্মেলনসহ দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি