জ্যৈষ্ঠপুরা নিরুবালা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন

51

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় বতমান সরকার গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই পারবে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত নাগরিক। সুশিক্ষিত প্রজন্ম দক্ষ মানব সম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, মানবপ্রেমিক অদুল চৌধুরী আমাদের সামাজিক সম্পদ। মানবসেবার পাশাপাশি শিক্ষার প্রসারে অনবদ্য অবদান রেখে আলো ছড়াচ্ছেন এ পরোপকারি মানুষটি। স্বার্থপরতার এই যুগে পরার্থপরতার উৎকৃষ্ট উদাহরণ অদুল চৌধুরী। নিবেদিত প্রাণ এই মানুষটির মতো সমাজের অন্যান্য ধণাঢ্য শ্রেণীর এগিয়ে আসা উচিত। তিনি ২৪ জানুয়ারি বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা দানবীর অদুল চৌধুরী। উদ্বোধক ছিলেন অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সমাজসেবী অনিতা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চবি’র ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর শংকর লাল সাহা, ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী, চবি শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি প্রফেসর বেনু কুমার দে, চবি সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর সজীব কুমার ঘোষ, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সদস্য সচিব রত্নাকর দাশ টুনু, চবি সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী ও দক্ষিণ জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক পরিমল দেব। সহকারি প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী ও শিক্ষক মাহমুদুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ দাশ, অরবিন্দু মহাজন, নিরুবালা চৌধুরী একাডেমির পরিচালক শিক্ষক প্রবীর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম মোস্তাফা, শিক্ষক সলিলপ্রিয় ভট্টাচার্য্য, সুভাষ চৌধুরী, চম্পক বড়ুয়া, বঙ্কিম বড়ুয়া, মো. আসিফ, রানা দে, সঞ্জয় মহাজন, অসিম পাল, শিল্পী চৌধুরী, লিপি নন্দী প্রমুখ। বিজ্ঞপ্তি