জ্যৈষ্ঠপুরা নিরুবালা অ্যাকাডেমির ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

49

বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ১৭ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জ্যৈষ্ঠপুরা নিরুবালা চৌধুরী অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা দানবীর অদুল চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সমাজসেবী অনিতা চৌধুরী, সমাজসেবক প্রদীপ দাশ, অরবিন্দু মহাজন, নিরুবালা চৌধুরী অ্যাকাডেমির পরিচালক শিক্ষক প্রবীর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম মোস্তাফা, শিক্ষক সলিলপ্রিয় ভট্টাচার্য্য, সুভাষ চৌধুরী, চম্পক বড়ুয়া, বঙ্কিম বড়ুয়া, মো. আসিফ, রানা দে, সঞ্জয় মহাজন প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অদুল চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই পারবে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দিতে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত নাগরিক। সুশিক্ষিত প্রজন্ম দক্ষ মানব সম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি