জ্ঞানী-গুণীর রাউজানে জঙ্গিবাদের স্থান নেই

91

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন ‘জ্ঞানী-গুণীর এ রাউজানকে যারা জঙ্গিবাদে পরিণত করতে চায়, তাদের স্থান রাউজানে হবে না। যে কোন মূল্যে তাদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অধ্যাপক মোহাম্মদ খালেদের মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্তিতে তাঁর জন্মস্থান রাউজানে কৃতজ্ঞতা জ্ঞাপন ও স্মরণসভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘সম্মিলিত রাউজানবাসী’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম। পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান, উপজেলা সহকারী ভূমি কমিশনার এহসান মুরাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অধ্যাপক খালেদের ছেলে মোহাম্মদ জহির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী মঈনুদ্দীন কাদের লাভলু। বক্তব্য রাখেন সাংবাদিক খোরশেদুল আলম শামীম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক হেলাল উদ্দীন, যুগ্ন সমন্বয়কারী সাইদুল ইসলাম, সদস্য মুসলেহউদ্দিন মুহম্মদ বদরুল, সারজু মো. নাছের, শওকত হোসেন, মোসলেম উদ্দিন, চন্দন বড়ুয়া, মোহাম্মদ হানিফ, ছাত্রনেতা জিল­ুর রহমান মাসুদ।