জেসুসের জোড়া গোল বড় জয় ম্যানসিটির

34

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সোমবার (১৪ জানুয়ারি) ঘরের মাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার ছাত্ররা। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিনটি ম্যাচে মোট ৭ গোল পেলেন জেসুস। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় সিটি। ম্যাচের ১০ মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে এমেরিক লাপোর্তের লম্বা পাস ডি-বক্সে পেয়ে জেসুসের দিকে বাড়ান লেরয় সানে। সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিল ফরোয়ার্ড। তবে ১-০ গোলে পিছিয়ে পড়ার নয় মিনিটের ব্যবধানে বের্নার্দো সিলভাকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উলভারহ্যাম্পটনের ডিফেন্ডার উইলি বোলি। এরপর ১০ জনের দলটির বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেসুস ( ২-০)।
ম্যাচের ৭৮ মিনিটে কোডির আত্মঘাতি গোল। কেভিন ডি ব্রুইনের নেয়া শট তার পায়ে লেগে জালে জড়ায়। ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। এ নিয়ে ২২ ম্যাচে ১৭ জয় ও ২ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭।