জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মীসভা

137

সকল হোটেল শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান ও শ্রমিকদের প্রতি সকল বে-আইনী তৎপরতা বন্ধের দাবিতে এবং চুনতি লোহাগাড়া ফোর সিজন রিসোর্স এর শ্রমিক মো. আজিজ চা করিগরকে বেআইনী বেআইনী ভাবে ছাটাই এবং অপব্যাখ্যা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি: নং- চট্ট-১৪৯৫) এর এক কর্মীসভা সংগঠনের কার্যালয়ে গত ৬ নভেম্বর মির্জা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, সালাহ উদ্দিন, মো. সোহাগ, আবদুর রহমান, মো. আবদুল খালেক, নেছার উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, এখনো পর্যন্ত বেশিরভাগ হোটেলে শ্রমিকদেরকে নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান করেনি, যা বেআইনী, এমনকি হোটেল মালিকগণ শ্রম আইনের কোন তোয়াক্কাই করেনা। তারা আরো বলেন, মো. আজিজ চা কারিগরকে গত ২৩ আগস্ট চুনতি লোহাগাড়া ফোর সিজন রিসোর্স থেকে বে-আইনী ভাবে ছাঁটাই করা হয়। বিষয়টি ইউনিয়নের কাছে উক্ত শ্রমিক লিখিত অভিযোগ করলে আমরা বিষয়টি নিয়মতান্ত্রিক ও আইনীভাবে সুরাহার চেষ্টা চালাই। কিন্তু ফোর সিজন রিসোর্সের মালিক শান্তিপূর্ণ পদক্ষেপে সাড়া না দিয়ে বেআইনী ভাবে অপব্যাখ্যা দিয়ে শ্রমিককে হয়রানি করতে থাকে। যা হোটেল শিল্পে মালিক-শ্রমিক সম্পর্কে হুমকির মুখে ঠেলে দেয়। সুতরাং বেআইনী তৎপরতা বন্ধ করে অবিলম্বে উক্ত শ্রমিকের সমস্ত ন্যায্য ও আইনী পাওনা পরিশোধ করে হোটেল শিল্পে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহব্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। অন্যথায় চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়ন হোটেল শ্রমিকদের সাথে নিয়ে ফোর সিজন রিসোর্স মালিকের বে-আইনী ও অবৈধ তৎপরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। বিজ্ঞপ্তি