জেলা রোভার স্কাউটসের করোনা প্রতিরোধ কার্যক্রম

44

বর্তমান সময়ে বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা করোনা ভাইরাস প্রতিরোধে দেশের জরুরি কাজে সহায়তা করার জন্য বাংলাদেশ স্কাউটসের নির্দেশে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ইয়াং এডাল্ট লিডার, রোভার ও গার্ল ইন রোভারদের সমন্বয়ে ২০ জনের বিশেষ স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়। চট্টগ্রাম জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পরামর্শক্রমে জেলা রোভার স্কাউটসের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন এএলটি ৫ জন রোভার স্কাউট লিডার ও ১৫জন রোভার নিয়ে এই টিম গঠন করেন। রোভার স্কাউট লিডাররা হলেন সিআরসিডি মুক্ত রোভার গ্রুপের সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম, রাউজান কলেজের আরএসএল স্কাউটার এস এম হাবীব উল্লাহ পিআরএস, বন্ধু মুক্ত রোভার দলের আরএসএল মো. রফিক, আলাওল সরকারি কলেজের আরএসএল স্কাউটার ফজিলাতুন্নেছা ডলি ও নোয়াপাড়া কলেজের আরএসএল স্কাউটার মো. নুরুল ইসলাম। স্বেচ্ছাসেবী এই টিমে আগ্রহী রোভারদের মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে সরকারি সিটি কলেজের ৩ জন, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট রোভার দলের ৩ জন, অগ্রপথিক মুক্ত রোভার দলের ২ জন, কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজের ৩ জন, নোয়াপাড়া কলেজের ১ জন, আলাওল সরকারি কলেজের ১ জন, সাতকানিয়া সরকারি কলেজের ১ জন, সিআরসিডি মুক্ত রোভার দলের ১ জন সহ মোট ১৫ জন রোভার মনোনীত করা হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মো. রফিকুল ইসলাম খাঁন এই টিমের মনিটরিং করবেন। বর্তমান পরিস্থিতিতে এই টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং প্রয়োজনবোধে মাঠে বিভিন্ন কাজে সহায়তা দানের জন্য কাজ করবেন। বিজ্ঞপ্তি।