জেলা পূজা উদ্যাপন পরিষদের গৌর পূর্ণিমা উৎসব

8

 

সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে বাঙালি সমাজের উচু বর্ণ ও নিচু বর্ণের বিভেদ ও অস্পৃশ্যতা বর্জন করে মানুষে মানুষে সমভাব প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীচৈতন্যদেব বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। পরধর্ম বাসম্প্রদায় সর্ম্পকে সহিষ্ণুতার শিক্ষা দিয়েছিলেন তিনি।
হিংসা-দ্বেষ-কলুষতাপূর্ণ বাঙালি সমাজে সর্বশক্তিমান প্রেমকে প্রতিষ্ঠা করে শ্রীচৈতন্যদেব সেকালের বাঙালি জীবনে নবজাগরণ ঘটিয়েছেন যার ফল হয়েছে সদুরপ্রসারী। শ্রীচৈতন্যদেবের ৫৩৮তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ৭ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় নগরী জেএমসেন হলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, মূখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, সাবেক সভাপতি অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদকদ্বয় অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।
আলোচনা সভা শেষে গৌড়ীয় কীর্তন, পদাবলী, নৃত্যানুষ্ঠান ও উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।