জেলা পুলিশ লাইন্স খাবার খেয়ে অসুস্থ ২৮ শিক্ষানবিশ কনস্টেবল

42

রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে শিক্ষানবিশ ২৮ জন পুলিশ সদস্য চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন সীতাকুণ্ডের বিআইটিআইডি (বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস) হাসপাতালে। তারা চট্টগ্রামের হালিশহরের ছোটপুলে অবস্থিত জেলা পুলিশ লাইন্সে রিক্রুট পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। গত শনিবার রাত ১১ টায় তারা হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল কায়ছার জানান, ‘গতকাল শনিবার দুপুরের খাবারের পর থেকে আমরা কয়েকজন পুলিশ সদস্যের পেটে সমস্যা দেখা দেয়। এরপর রাতের নিয়মিত খাবারের তালিকা অনুযায়ী রুটি এবং ডাল খাওয়ার পর পেটে ব্যাথার সাথে সাথে ডায়রিয়া শুরু হয়। কারো কারো বমিও হয়। শনিবার রাত ১১ টার দিকে অসুস্থ ২৮ জনকে সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ লাইনের মেডিকেল ইন্সট্রাক্টর মো. নাসির উদ্দিন বলেন, রাতে খাবারের পর সমস্যা দেখা দিলে পুলিশ সুপারের নির্দেশে সবাইকে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়’।
এ বিষয়ে জানতে চাইলে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালটির ইনফেকশাস ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার ফলে এই সমস্যা হতে পারে। দুপুর পর্যন্ত সবার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আর কোন সমস্যা দেখা না গেলে বিকালে তাদের ছেড়ে দেয়া হবে’।