জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

53

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পটিয়া বাইপাস সংলগ্ন ইন্দ্রপুল নামক স্থানে লবণের ক্রাসিং মিল রয়েছে। সেখানে রাস্তার উপর যত্রতত্র দাঁড়িয়ে ট্রাকে লবণ লোডিং-আনলোডিং করার কারণে লবণের পানি পড়ে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেকে মৃত্যবরণ করছে, আবার কেউ কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১ ডিসেম্বর রোববার রাতে লবণের পানিতে পিচ্ছিল হওয়া রাস্তায় মোটর সাইকেল আরোহী সিনিয়র সাংবাদিক রনজিত কুমার শীল গুরুতর আহত হয়। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসান ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখন থেকে ইন্দ্রপুল এলাকায় লবণের পানির কারণে আর যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্য করে সেখানে ট্রাক দাঁড়িয়ে লবণ লোডিং-আনলোডিং করলে পটিয়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেবে। ইন্দ্রপুল ও বাইপাস এলাকায় দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। গত ৮ ডিসেম্বর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আনোয়ারা-বাঁশখালী অংশের তৈলারদ্বীপ এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ফসলি জমির উর্বরতা নষ্ট করে মাটি তুলে নিয়ে ইট ভাটায় ইট তৈরী বন্ধ ও কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গত ৪ ডিসেম্বর বুধবার লোহাগাড়ায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে আবাদি জমির মাটি কাটা ও ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের সময় দুবৃত্তদের হামলায় ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা ও কর্মচারী সাজ্জাদ হোসেন সহ আরো কয়েকজন আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে গত নভেম্বর মাসের খাতওয়ারী অপরাধ চিত্র, সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এমরান ভূঞা, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, চিটাগাং চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমদ, কোস্টগার্ড প্রতিনিধি লেফটেন্যান্ট রাহাত ইমতিয়াজ, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), এম.এ মোতালেব (সাতকানিয়া), মোঃ আবদুল জব্বার চৌধুরী (চন্দনাইশ), মোঃ নুরুল আলম (বোয়ালখালী), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), হোসাইন মোঃ আবু তৈয়ব (ফটিকছড়ি), মোতাহেরুল ইসলাম চৌধুরী (পটিয়া), ফারুক চৌধুরী (কর্ণফুলী), আলহাজ্ব মোঃ খলিলুর রহমান (রাঙ্গুনিয়া), চৌধুরী মোঃ গালিব চৌধুরী (বাঁশখালী), উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন (হাটহাজারী), মোমেনা আক্তার (বাঁশখালী), জোনায়েদ কবীর সোহাগ (রাউজান), মোঃ রুহুল আমিন (মিরসরাই), মাসুদুর রহমান (রাঙ্গুনিয়া), শেখ জোবায়ের আহমদ (আনোয়ারা), মিল্টন রায় (সীতাকুÐ), মোবারক হোসেন (সাতকানিয়া), মোঃ সায়েদুল আরেফিন (ফটিকছড়ি), সৈয়দ শামসুল তাবরীজ (কর্ণফুলী), তৌছিফ আহমেদ (লোহাগাড়া), হাবিবুল হাসান (পটিয়া), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক একেএম শওকত ইসলাম, চট্টগ্রাম মহিলা বিষয়ক উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য, পৌর মেয়র মোঃ হারুনুর রশিদ (পটিয়া), হাজী আবুল কালাম (বোয়ালখালী), এসএম সিরাজদৌলা (নাজিরহাট ), মোঃ গিয়াস উদ্দিন (মিরসরাই), জেলা আনসার কমান্ডার মোহাম্মদ সাইফুজ্জামান, সওজ’র নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হক, সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী, সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন ও সিএমপির এসি (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমদ। সভায় সরকারের বিভিন্নস্তরে কর্মরত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি