জেলার ৪৯তম শীতকালীন ক্রীড়া শুরু হচ্ছে আজ থেকে

19

চট্টগ্রাম জেলা স্কুল ও মাদ্রাসা ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা নগরীতে আজ মঙ্গলবার শুরু হচ্ছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে ক্রিকেট, নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে হকি, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে ভলিবল, চট্টগ্রাম রাইফেল ক্লাব মিলনায়তনে ব্যাডমিন্টন, চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুল মাঠে বাস্কেটবল ও টেবিল টেনিস এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অ্যাথলেটিক্স সূচি অনুযায়ী চলবে।
চারদিনের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু সম্পাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনে সভায় বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ক্রীড়া শিক্ষক আশীষ কান্তি চৌধুরী, চট্টগ্রাম সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক মো. সালাহউদ্দিন, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক আলমগীর কবির, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক কাজল চৌধুরী, নাসিরাবাদ সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ নন্দী, বাকলিয়া সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক বানীব্রত দাশ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ স্কুল শাখার ক্রীড়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রাম শাহওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন বাবুল, সরকারি মুসলিম স্কুলের ক্রীড়া শিক্ষক মো. আজিজ উদ্দিন, কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক মামুনুল ইসলাম প্রমুখ। সভায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি