জেলখানায় জাতীয় চারনেতা হত্যা পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম ঘটনা

91

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জগন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
তিনি গত ৩ নভেম্বর রবিবার বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে জেলহত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি এড: একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, আবু সুফিয়ান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, ধর্ম সম্পাদক এড: আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, বন সম্পাদক এড: মুজিবুল হক, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ কে এম আবদুল মতিন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, চেয়ারম্যান নাসির আহমদ, সৈয়দ জামাল আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, সেলিম নবী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জি: ইসলাম আহমদ, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম খোকা, মোজাহেরুল হক, চৌধুরী মাহবুবুর রহমান, এড: শফিউল আলম সিদ্দিক, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহিলা নেত্রী জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, ববিতা বড়ুয়া, নিলুফার জাহান বেবী, শাহিন আক্তার সানা, মোমেনা আক্তার নয়ন, শাহিন আক্তার, রাধা রানী চৌধুরী, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল হান্নান লিটন, রাজিন দাশ রাহুল, মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় সদস্য রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো: আবু তাহের প্রমুখ।
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ :
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবস স্মরণে এক স্মরণ আলোচনা সভা পরিষদের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ৩ নভেম্বর সকাল ১০ টায় রেডক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্ম সম্পাদক অলিদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ, সহ-সভাপতি নিবেন্দু বিকাশ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত আলী খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আনোয়ার আজম, আসিফ ইকবাল প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের উদ্যোগে জেল হত্যা দিবস স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ০৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায় সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, সৈয়দ নুরুল আবছার, যুগ্ম সম্পাদক মোঃ নবাব আলী, মোঃ আলমগীর, তাহেজুল ইসলাম, কৃষক লীগ নেতা মোঃ শফিউল আলম, মোঃ নবী, তারেক ইকবাল, শহীদুল আলম প্রমুখ। সভায় বক্তারা জাতীয় চারনেতাকে গভীরভাবে সম্মান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোঃ আতিকুর রহমান
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা হত্যা দিবস স্মরণে
এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টায় সংগঠনের সভাপতি সাবেক সংসদ চেমন আরা তৈয়বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার পরিচালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান্নাত আরা মঞ্জু, যুগ্ম সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদীকা ববিতা বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা নিলুফার জাহান বেবী, সদস্য মোমেনা আক্তার নয়ন, শাহীন আক্তার শানা, বানাজা বেগম, শাহীন আক্তার, রাধারানী প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মহসিন আলম। সভায় সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, জেলখানা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার জায়গা। সেই নিরাপত্তার জায়গায় রাষ্ট্রীয় ইন্দনে ও পৃষ্ঠপোষকতায় সেদিন জাতীয় চারনেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামানকে নির্মম ও নিষ্ঠুর হত্যাকে আমাদেরকে চিরকলঙ্কের বোঝা দিয়েছেন। তিনি বলেন, জাতীয় চারনেতাকে পাকিস্তানী পেত্মতারা হত্যা করলেও তাদের আদর্শ আজও চিরঞ্জীব। জাতীয় চারনেতা বাঙালির হৃদয়ে চির ভাস্বরিত হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ :
কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চউক বোর্ড সদস্য এম. আর. আজিম। গত ৩ নভেম্বর লালদিঘির পশ্চিম পাড়, সিদ্দিকী হলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. শওকত ইমরান এর সঞ্চালনায় জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহিদা আক্তার জাহান। সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের পরিবারবর্গ মেলার চেয়ারম্যান এম. জসিম উদ্দিন চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. এ. কে. এম. ফজলুল হক সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, মহানগর আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন চৌধুরী রাজু, উপাধ্যক্ষ ডা. চন্দন দত্ত, চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সোসাইটির সভাপতি ডা. রতন চক্রবর্তী, কৃষক নেতা মো. ইলিয়াছ, প্রকাশ ঘোষ পিকলু, মো. বিল্লাল হোসেন, মো. সাব্বির, মো. রুবেল, কফিল উদ্দিন, সাজ্জাদ হোসেন, ডা. তপন ভৌমিক, ডা. আর. কে. রুবেল, ডা. আন্না রানী বিশ্বাস, বিন্দা দাশ, রেবেকা সুলতানা, ডা. মিঠুন ঘোষ, ডা. উজ্জ্বল দাশ, আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, ডা. মো. ইসমাইল, প্রভাষক রুপম রুদ্র, আনিসুল ইসলাম কনি, আঁচল চক্রবর্তী, ডা. ইকবাল হোসেন প্রমুখ। সভায় জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ডা. মাওলানা ফজল আহমেদ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম :
ঐতিহাসিক ৩রা নভেম্বর জাতীয় চারনেতা জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির স্মরণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অভিনেতা পংকজ বৈদ্য সুজনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলি আহমেদ শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, ন্যাপ নেতা অধ্যাপক শিব প্রসাদ, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, কবি সজল দাশ, যুবলীগ নেতা হাজী শহিদুল রহমান খোকন, সাংবাদিক হারুনুর রশিদ, রিমন মুহুরী, ইউনুস মিয়া, মোশাররফ হোসেন রুনু, মামুনুর রশিদ, আবদুল আলী, দাউদ মানিক, মনসুর উদ্দিন, বাবর মিঞা, মোঃ শরিফ প্রমুখ।
আমরা রাসেল পরিষদ :
জেল হত্যা দিবস উপলক্ষে আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভা ৩ নভেম্বর জামালখানস্থ মনিরুজ্জামান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। আমরা রাসেল পরিষদ মহানগরের আহব্বায়ক ও নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহেদুল আলম অপুর সভাপতিত্বে ও খুলশী থানা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক জাহেদ হোসেন টিটুর পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহব্বায়ক মহিউদ্দিন বাচ্চু। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার। বিশেষ অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। মহানগর যুবলীগ নেতা মহিদুল হক সুমন, হাজী নাছির উদ্দিন, মো. জিয়াউর রহমান, সবুজ সিকদার, তৌহিদুল ইসলাম মানিক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৮নং শুলকবহর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক মো. হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. শাকিল আহম্মেদ ইমরান, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রবিন, মো. তারেকুল ইসলাম পারবেজ, মো. জাহিদ হোসেন রাকিব, মো. জামিল শাহরিয়ার, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম বাবু, মো. আরাফাত হোসেন, মো. রাইসুল ইসলাম, দূর্জয় বিশ্বাস, ইরফানুল ইসলাম অন্তর প্রমুখ।
৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগ :
জেল হত্যা দিবস উপলক্ষ্যে ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ৪৩নং আমিন শিল্পাঞ্চল শাখা শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ আহমেদ সুজন, কামাল হোসেন, শিবলু আহমেদ জামাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, বাবলু, লাকিজ, মাঈনুদ্দিন সাগর, কাজী আল মামুন, কাদের, নয়ন, নুর নবী খন্দকার আকাশ, সুজন গাজী, সোহেল রানা, নবী, ডিস মান্নান, সুমন, জুয়েল, রহিম বাদশা, পলাশ, শফিক, আজম, জসিম, সৌরভ হোসেন, মতিন, হাসান, এমএন মহিউদ্দিন, আজাদ, শাকিল, মোবারক প্রমুখ। বিজ্ঞপ্তি