জেনিথ লাইফে গ্রুপ বীমা করলো ইস্টার্ন ইউনিভার্সিটি

42

প্রতিষ্ঠানের সদস্যদের গ্রুপ সাময়িক জীবন বীমা সুবিধা দিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমা চুক্তি করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। রোববার রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড রুমে এ চুক্তিটি সম্পাদিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহিদ আখতার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র সই করেন।
এ সময় ইষ্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মগহুল, ট্রাস্টি বোর্ডের মেম্বার সাইদুর রহমান, ট্রেজারার ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, রেজিষ্ট্রার আবুল বাশার খান, হেড অব ফাইন্যান্স আবদুল করিম, বিভিন্ন ফেকাল্টির ডীন, চেয়ারপার্সন, ডাইরেক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনিথ ইসলামী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির এজিএম (গ্রুপবীমা) মো. আনোয়ার হোসেন সরকার এবং এসইভিপি উম্মে হাসুনাত তোয়াফফিয়া।