জেএসএস’র ১১ নেতাকর্মী ১৪ দিনের রিমান্ডে

31

বান্দরবানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তিন মামলায় জেএসএস’র ১১ নেতাকর্মীকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বান্দরবান জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুন নাহার পৃথক তিনটি মামলায় এই আদেশ দেন। এর আগে কারাগার থেকে আসামিদের এনে রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তারা। গত ২২ মে বান্দরবান পৌর আওয়ামী লীগ নেতা চথোয়াই মারমা হত্যার ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেএসমং মারমা, ক্যবা মং মার্মা, বাসিং মং মারমা, মেরুং মারমা, চাইহ্লা মারমাকে পাঁচ দিন করে রিমান্ডে নেয়া হয়।
১৮ মে ক্যচিং থোয়াই হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় নতুন জয় তংচঙ্গ্যা, দিপন তংচঙ্গ্যা, মিন থোয়াই অং মারমাকে পাঁচ দিন ও ৯ মে জয়মনি তংচঙ্গ্যা হত্যা মামলায় দায়ের করা মামলায় উচিং মং মারমা, মংতু মারমা ও উসাইনু মারমাকে চারদিন রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।