জেএসইউএস-সিডিডি’র অধিকার বিষয়ক সভা

24

সকল প্রকার নির্যাতন প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। জেএসইউএস আয়োজিত এবং দাতা সংস্থা সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় বাস্তবায়িত পিএইচআরপিবিডি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তি ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত শিশুসুরক্ষা, নারী নির্যাতন ও ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক কর্মশালা বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের মূল আলোচক চসিক ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এসব কথা বলেন। ২৯ ডিসেম্বর দেওয়ানবাজারস্থ সংস্থার প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। জেএসইউএস এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে ছিলেন ভিকটিম সাপোর্ট সেন্টারের এস. আই. ইয়াসমীন আরা বেগম, ব্লাস্টের এর প্রতিনিধি আল হুরাইন তাজ মিহির, বিপুল বড়ুয়া এমরান চৌধুরী প্রমুখ। প্রকল্পের সিডিআরপি কল্লোল কান্তি দাশের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আগত অতিথিরা মুক্ত আলোচনার মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি