জেএসইউএস এসসিই প্রকল্পে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

53

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় সুশিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিটি প্রতিটি শিশুকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার শিক্ষার প্রসারে বিনামূল্যে বই ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করছে। সরকারের এ শিক্ষা সহায়তায় ফলে অনেক শিশুই এখন শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় জেএসইউএস পরিচালিত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাউছিয়া কমিটি বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক কমিশনার আলহাজ পেয়ার মোহাম্মদ এ মন্তব্য করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সার্বিক সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কর্তৃক বাস্তবায়িত সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে গত ১৬ সেপ্টেম্বর কোরবানীগঞ্জস্থ আশার আলো শিশু শিখন কেন্দ্রে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি ও শিশুসাহিত্যিক, সংগঠক সাঈদুল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন মো. আজিজুল হক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসইউএস এসসিই প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মুনজিলুর রহমান, এসডিপি’র প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান, এসসিই প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. বজলুর রশীদ, মো. মঈনুল আরেফীন, সালাউদ্দিন মামুন, মো. আরিফ খান, ওয়াহিদুল আলম, নাসরিন আক্তার, উম্মে রোমানা রুমি, শামীম আক্তার, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংস্থার সামাজিক উন্নয়ন কর্মসূচির পরিচালক সাঈদুল আরেফীন বলেন, মানসম্মত শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, শহরের ঝরে পড়া শিশুদের শিক্ষার আওতায় এনে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রকল্পের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সরকারের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক মনোভাবেব কারণেই শিশুরা নতুন শ্রেণিতে নতুন বই পাচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত এসব শিখন কেন্দ্রগুলোতে শিক্ষার মান সন্তোষজনক। বিজ্ঞপ্তি