জেএম সেন হলে কোতোয়ালী থানা পূজা পরিষদের পুরস্কার বিতরণ

59

কোতোয়ালী থানা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী জেএম সেন হলে গতকাল ৪ নভেম্বর সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা পূজা পরিষদের সভাপতি লিটন কুমার শীল। সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক অঞ্জন দত্ত ও বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বিপিএম পিপিএম, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসিন। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সুমন দেবনাথ, লায়ন দিলীপ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, কোতোয়ালী থানা পূজা পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী অমিত ধর, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, অধীর দাশ, জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক তারন দাশ প্রলয়, সুমন দাশ, রাহুল মিত্র বাপ্পা প্রমুখ। অনুষ্ঠানে স্মরণিকা ‘শারদ অঞ্জলি’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অসা¤প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। এজন্য দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি