জেএমসেন হল প্রাঙ্গণে নবান্নউৎসব শুক্রবার

61

বছর ঘুরে আবার এলো অগ্রহায়ন। এলো বাঙালির উৎসব বাংলার উৎসব নবান্ন। বাংলার চিরায়ত কৃষিজ সংস্কৃতিকে নাগরিক জীবনের সাথে মেলবন্ধন ঘটিয়ে উদ্যাপনের লক্ষে আগামী ০৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টায় পর্যন্ত জে.এম.সেন হল প্রাঙ্গণে পঞ্চম বারের মত শিশুমেলার উদ্যোগে আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব। এই আয়োজন হবে আবহমান বাংলার গ্রামীন ও কৃষিজ সংস্কৃতিকে লালন করে এমন উৎসব। বাংলা ও বাঙালি কৃষ্টি ও ঐতিহ্য রক্ষায় নবান্ন উৎসব উদ্যাপনে পেশাজীবী খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি, পেশাজীবী নেতা অধ্যাপক ডা: এ.কিউ.এম সিরাজুল ইসলামকে চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান’কে কো: চেয়ারম্যান, জ্যৈষ্ঠ সাংবাদিক প্রণব বল’কে সদস্য সচিব ও শিশুমেলার পরিচালক রুবেল দাশ প্রিন্স’কে সমন্বয়ক করে নবান্ন উৎসব উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। উৎসবে থাকবে যন্ত্র সংগীত, সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু ও জলি মন্ডলের পরিবেশনা। বিজ্ঞপ্তি