জুন মাসে উদ্বোধন হতে যাচ্ছে রাঙ্গুনিয়ার মরিয়মনগর কাঁটাখালী ব্রিজ

19

দুই ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাঁটাখালী ব্রিজের নির্মাণ কাজ দ্রæত এগিয়ে চলেছে। আগামী জুন মাসে ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। ইতোমধ্যে ব্রিজের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গত ২৭ মে ব্রিজটির টপ সেøপ গার্ডারের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, উপসহকারী প্রকৌশলী আবুল কালাম, মেসার্স অভি এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী বাবলা বড়–য়া প্রমুখ। ব্রিজটি ২০১৭ সালে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায়। এরফলে দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি ভাঙার পর রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সরেজমিনে পরিদর্শনে গিয়ে এটি দ্রæত নির্মাণের আশ্বাস দেন। পরবর্তীতে ২০১৮ সালের জুন মাসে ব্রিজটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করা হয়। বর্তমানে ব্রীজটির ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। ব্রিজের চলমান টপ ¯েøপ গার্ডার ঢালাই কাজ সম্পূর্ণ হলে এটির ৯৫ শতাংশ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী দিদারুল আলম। মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান মো. সেলিম জানান, চন্দ্রঘোনার সাথে মরিয়ম নগরের যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। ব্রিজটি ভেঙে যাওয়ায় বৃদ্ধ, ছোট শিশু ও শিক্ষার্থীদের যাতায়তে খুবই অসুবিধা হচ্ছিল। তবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে অতি স্বত্বর ব্রিজটি পুন:নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের স্থায়ী সমাধান হতে যাচ্ছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, কাঁটাখালী ব্রিজ ভেঙে যাওয়ার খবর শুনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দ্রæত সরেজমিনে পরিদর্শনে এটি নতুন ভাবে করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। দেড় বছরের মধ্যে আজ তা দৃশ্যমান হলো। উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, ২০মিটার দৈর্ঘ্যরে এলজিআরডি ব্রিজটি ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ২০১৭ সালের বন্যায় এটি ধ্বসে যাওয়ার পর মন্ত্রী মহোদয়ের সার্বিক তত্ত¡াবধানে দ্রæততার সাথে এটির টেন্ডার করা হয় এবং ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে এটি জনসাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।