জুনিয়র ও এসএস ক্রিকেট একাডেমি জয়ী

122

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কাপ অনুর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৪১ রানে এ জে ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। টসে জিতে এ জে ক্রিকেট একাডেমি বল করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২২ রান করে। রহমত উল্লাহ সর্বোচ্চ ২৫ রান করে। এ জে ক্রিকেট একাডেমির পক্ষে ৮ রানের বিনিময়ে হুমায়েত হোসাইন ৩ উইকেট পান। জবাবে এ জে ক্রিকেট একাডেমি সব কয়টি উইকেট হারিয়ে ৮১ রান করে। উক্ত দলের সুহাদ ইলাহীন সর্বোচ্চ ১৪ রান করে। ৪ ওভার বল করে রহমত উল্লাহ ৩ উইকেট পান। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির রহমত উল্লাহ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ হিসাব রক্ষণ কর্মকর্তা ও চবক ক্রীড়া সমিতির সভাপতি হাবিবুর রহমান খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন। ২য় খেলায় এস এস ক্রিকেট একাডেমি ২৫ রানে ফটিকছড়ি ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। টসে জিতে এস এস ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রান করে। আবির দাশ সর্বোচ্চ ২৪ রান করে। জবাবে ফটিকছড়ি ক্রিকেট একাডেমি ৯ উইকেটের বিনিময়ে ১০১ রান করে। উক্ত দলের নাহিল তাহসিন সর্বোচ্চ ৩৩ রান করে। এস এস ক্রিকেট একাডেমির মাহিন তাহসিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক মো. গোলাম মরতুজা খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন। আজকের খেলা : প্রথম খেলা সকাল ৯.০০টায়-আফতাব ক্রিকেট একাডেমি বনাম কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি। দ্বিতীয় খেলা বেলা ১.৩০ মিনিট-ব্রার্দাস ক্রিকেট একাডেমি বনাম রাইজিং স্টার ক্রিকেট একাডেমি। বিজ্ঞপ্তি