জীর্ণদশা থেকে মুক্ত করে মানসম্মত গণপরিবহন চালু করুন

27

নগরীতে চলাচলরত গণপরিবহনকে জীর্ণ-শীর্ণ দশা থেকে মুক্ত করে মানসম্মত গণপরিবহন চালু করার জন্য জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি শনিবার বেলা ১২টায় আন্দরকিল্লা নজির আহমদ সড়কস্থ সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভায় এ আহবান জানান। খোরশেদ আলম সুজন বলেন, গণপরিবহন জনজীবনে একটি অত্যাবশ্যকীয় উপাদান। নগরীতে জীবন-জীবিকা এবং অন্যান্য প্রয়োজনে শতকরা প্রায় ৭০ ভাগ মানুষই গণপরিবহনের উপর নির্ভর করে। কিন্তু সেই গণপরিবহনে নেই কোন শৃংখলা। যতই দিন যাচ্ছে ততই প্রকট আকার ধারণ করছে গণপরিবহনে নৈরাজ্য। তিনি নগরীর বাস সার্ভিসগুলোকে সিটি গেইট থেকে কুমিরা, অন্যদিকে অক্সিজেন থেকে হাটহাজারী এবং অপরদিকে নতুন ব্রীজ থেকে পটিয়া পর্যন্ত বিস্তৃত করার আহবান জানান। এছাড়া যাত্রী সাধারনের সামর্থ্য অনুযায়ী আরো বেশ কিছু এসি নন এসি কাউন্টার সার্ভিস বাস চালু করার জন্য পরিবহন মালিকদের প্রতি অনুরোধ জানান।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি হাজী জহুর আহমদ কোম্পানীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, সিটি বাস ওনার্স মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল হক মিয়া, হাজী মো. ইলিয়াছ মো. হাসান, হাবিবুর রহমান এবং নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন। উপস্থিত ছিলেন সাইদুর রহমান চৌধুরী, রুহুল আমিন তপন, এজাহারুল হক, নুরুল কবির, মো. শাহজাহান, সোলেমান সুমন, শেখ মামুনুর রশীদ, অধ্যক্ষ কামরুল হোসেন, জাহাঙ্গীর আলম, মো. সাইফুল্লাহ আনছারী, মো. আবু তালেব, জমির উদ্দিন মাসুদ, মো. বাবলু, অনু কাদেরী, শহিদুল ইসলাম, শহীদ নাইম সুমন, মো. সিরাজদৌল্লা নিপু, তৌহিদুল ইসলাম, স্বরূপ দত্ত রাজু, হাসান মো. মুরাদ, সরওয়ার্দি এলিন, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, শিশির কান্তি বল, মো. হারুন, মোজাম্মেল হক সুমন, আব্দুল মাবুদ আসিফ, আজম আলী জুয়েল, রফিকুল ইসলাম, মো. রানা, মো. সুমন, মো. জিকু, আশীষ সরকার, অংকন শীল প্রমুখ। বিজ্ঞপ্তি