জীবনের ঠিকানা তৈরি করতে হলে লেখাপড়া করতে হবে

44

কাজেম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সম্পাদক সৈয়দ উমর ফারুক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশকে আজ কোথায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা। কি ছিল দেশ আর এখন আমরা কোথায় সেটা বুঝতে হবে।
গত ১৪ মার্চ বিকেলে চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা, চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, স্কুলের প্রাক্তন ছাত্র মহিউদ্দিন বাদশা প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা জাতির সম্পদ। তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। জীবনের ঠিকানা তৈরি করতে হলে লেখাপড়া করতে হবে।মানুষ হতে হবে, শুধু মানুষ নয় ভাল মানুষ হতে হবে। মুক্তিযুদ্ধকে জানতে হবে, বুকে ধারন করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হও।