জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

18

উপজেলা সাতবাড়িয়াতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়। গত ১১ সেপ্টেম্বর যতরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতবাড়িয়াস্থ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ ও খৎনা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিটির সমন্বয়কারী গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাংগঠনিক সম্পাদক মো. নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী রিবন ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন। ফয়জুল হক দস্তগীরের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন পৌরসভার সমন্বয়কারী ইউছুফ ভান্ডারী, বৈলতলীর মো. রফিক, শিক্ষক মো. ইলিয়াছ, পৌরসভার আকতার হোসেন, রফিকুল ইসলাম হিটু, আজিমুশানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৩ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সকল মহিলারা ৩ মাস ধরে এলাকার দুঃস্থ মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলবেন। ১০ জন শিশুকে বিনামূল্যে খৎনা করার পাশাপাশি ওষুধ ও কাপড় বিতরণ করা হয়।