জিম্বাবুয়ের ক্রিকেটে স্বস্তির সংবাদ

29

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণ দেখিয়ে আইসিসির সদস্যপদে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়। আর এরপরেই জিম্বাবুয়ের ক্রিকেটে নেমে আসে অন্ধকার সময়। তবে সেই অন্ধকারে নতুন করে আলোর সঞ্চারণ হচ্ছে। বহিস্কৃত গভর্নিং বডিকে পুনর্বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের স্পোর্টস এবং রিক্রিয়েশন কমিশন (এসআরসি)।
জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাবেংওয়া মুকুলানিকে পুনর্বহাল করতে জিম্বাবুয়ের ক্রিকেটকে ৮ অক্টোবর পযর্ন্ত সময় দিয়েছিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দেখানো সেই পথেই হাঁটছে দেশটির ক্রিকেট। অর্ন্তবর্তীকালীন কমিটি ভেঙে সাময়িক বরখাস্ত বোর্ড কর্মকর্তাদের পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে।
এর আগে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ থাকার অভিযোগ এনে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করে আইসিসি।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমকে গত বৃহস্পতিবার এসআরসি জানিয়েছে, ‘আদালতের আদেশ অনুযায়ী, এসআরসি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনিসহ জিম্বাবুয়ের সকল ক্রিকেট পরিচালকদের ওপর বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে এবং অন্তবর্তীকালীন কমিটি বোর্ড পরিচালনার দায়িত্ব বন্ধ রেখেছে।’