জায়গা ধরে রাখতে খেলছেন সৌম্য

22

সাকিব আল হাসান দলের বাইরে থাকায় আবারো টপ অর্ডারের তিনে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। আর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে খেলতে নেমেই বাজিমাৎ সৌম্যের। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে মাত্র ৩২ বলে ৬২ রান করেছেন সৌম্য। বিধ্বংসী এই ইনিংসে ছিল ৪টি চার এবং ৫টি ছয়। ব্যাট করেছেন ১৯৩ দশমিক ৭৫। দুর্দান্ত এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে সৌম্যকে প্রশ্ন অনেক ওপেনার, তরুণ মোহাম্মদ নাঈম এবং নাজমুল হোসেন শান্তরা অনেকে রান করছে। এগুলো আপনার ওপর চাপ বাড়াচ্ছে কিনা? জবাবে সৌম্য জানান, ‘না! অবশ্যই রান করলে তো টিমের জন্য ভালো। আর যেই রান করবে টিমের জন্য ভালো হবে।’ এখানেই থামেননি সৌম্য জানিয়েছেন নিজের জায়গা ফিরে পাওয়ার কথাটিও।