জাস কেজি এন্ড এ্যালিমেন্টারি হাই স্কুলে নজরুলকে জানুন শীর্ষক

66

জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত সহশিক্ষা পাঠ্যক্রম কর্মসূচি নজরুলকে নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা, আলোচনা নজর জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শন, নজরুলকে জানুন, শীর্ষক অনুষ্ঠান গত ৬ নভেম্বর উত্তর আগ্রাবাদ পানওয়ালা পাড়াস্থ জাস কেজি এন্ড এ্যালিমেন্টারি হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাহমুদুল­াহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী। উদ্বোধক ছিলেন বিএইচ আর সি’র বিভাগীয় কমিটি গভর্নর লায়ন সিতারা গফফার। সভায় বক্তারা বলেছেন, কাজী নজরুল ইসলাম একটি জীবনবোধ, একটি মতাদর্শ। তিনি শুধু কবি সাহিত্যিক, সংগীতজ্ঞ, রাজনীতিবিদ নয় তিনি সামগ্রিক মানবিক মানুষ ছিলেন, সকল সা¤প্রদায়িক উর্ধ্বে তার লিখনি ও তার আচরণ প্রমান করে তিনি সকল মানুষের মূল্যবোধের কবি ছিলেন নজরুল দর্শন ও নজরুল চেতনায় আগামী প্রজন্মকে উজ্জীবিত করতে হবে। সংগঠক সজল দাশেরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. নাসির উদ্দিন, বায়ান্ন টিভির চট্টগ্রামের ব্যুরো চীফ সরোয়ার আমিন বাবু, রোকন উদ্দিন, স ম জিয়াউর রহমান, নজরুল সংগীত শিল্পী এ কে এম হানিফুল ইসলাম চৌধুরী, এহেছানুল করিম, আজম খান। বক্তব্য শুনে তথ্য চিত্র উক্ত স্কুলের পিছিয়ে পড়া ২০ জন শিক্ষার্থীর তাৎক্ষণিক মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ ও পুরস্কার দেওয়া হয়। নজরুল চর্চায় অবদানে শিল্পী, লেখকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করে অথিতিরা। বিজ্ঞপ্তি