জাসদ নেতা আবুল কাশেমের ইন্তেকাল

24

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রিয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৬৭) গতকাল সকাল ১০টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…. রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি সন্দীপের দানবীর হাজী আবদুল বাতেন সওদাগরের তৃতীয় পুত্র। মৃত্যুকালে তিনি সহধর্মিনী, দুই পুত্র প্রকৌশলী মোহাম্মদ জাহেদুল করিম ও ডা. শাহেদুল করিমসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য, তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। গতকাল নগরীতে প্রথম জানাযা ও আজ নিজ জন্মস্থান সন্দীপে দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আকতার এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, কেন্দ্রিয় কমিটির সদস্য তৈয়বুর রহমান, উত্তর জেলা জাসদ নেতা সাইফুল আখতার, আ ফ ম মুফিজুর রহমান, শহীদুল ইসলাম রিপন, মহানগরী জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মইনুল আলম খান, হাসান শহীদ রানা প্রমুখ মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। খবর বিজ্ঞপ্তির