জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় জশনে ঈদে মিলাদুন্নবী প্রস্তুতিসভা

24

গত ২৭ অক্টোবর দেশের বৃহত্তর অরাজনৈতিক ও আধ্যাত্নিক সংগঠন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের পরিচালনাধীন এশিয়াবিখ্যাত মহান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম এ আসন্ন জশনে ঈদে মিলাদুন্নবী/২০ উদযাপন উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শিক্ষক-কর্মচারীর উদ্যোগে এক আলোচনা সভা ও দু‘আ মাহফিল আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আবদুল ওয়াজেদ এর সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ অক্টোবর ২০২০ খ্রি. ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী জুমাবার সকাল ৮.০০ ঘটিকা হতে অনুষ্ঠিতব্য জশনে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর কার্যক্রমকে স্বাস্থ্য বিধি মেনে নেহায়েত পবিত্র পরিবেশে দরূদ-সালাম ও জিকির আজগার সহকারে সাফল্যমন্ডিত করার জন্য মাদরাসার সকল শিক্ষকমÐলী, শিক্ষার্থীসহ চট্টগ্রামের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, ফকিহ্ আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, প্রভাষক মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, প্রভাষক আলহাজ¦ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, প্রভাষক মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভী, প্রভাষক মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী, প্রভাষক মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদসহ প্রমুখ। পরিশেষে আসন্ন জশনে ঈদে মিলাদুন্নবী (দ.)’র সার্বিক সফলতা এবং বৈশ্বিক মহামারী থেকে মুক্তি ও নাজাত কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। বিজ্ঞপ্তি