জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

136

প্রায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে হাটহাজারী বাসস্টেশনস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় নব নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। গত ৫ অক্টোবর দুপুরে মাদ্রাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে গভর্ণিং বডির সভাপতি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেনের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ ইউনুছ গনী চৌধুরী এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোহাম্মদ আবুল বশর সিদ্দিকী। মাদ্রাসার সহকারী শিক্ষিকা এস.এম খানমের সঞ্চালনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, ওসি বেলাল উদ্দীন জাহাংগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম ও প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সহ-সভাপতি ওয়াহিদুল আলম চৌধুরী, গভর্ণিং বোডির সদস্য স.ম শাহজামান, আবদুল মাবুদ আইয়ুব, মো. নাছির উদ্দিন, মাওলানা রফিক, আলহাজ হারুন সওদাগর, ওসমান করিব রাসেল, হাবিবুর রহমান, সৈয়দ মো. নেজাম উদ্দীন, ইঞ্জিনিয়র সৈয়দ মোহাম্মদ মুহিবুল ইসলাম মুহিব, মোহাম্মদ ইকবাল বাপ্পী, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। সভার শুরুতে কুরআন ও নাতে রসুল (দঃ) পেশ করেন যথাক্রমে হাফেজ নুর মোহাম্মদ ও মো. শাহাদাত হোসেন বাবুল।