জামিন পেলেন আসিফ

37

মাদকের মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে জামিন দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসিফ আকবর। পরে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে আসিফ আকবর হাকিমকে বলেন, আমার নির্দিষ্ট পরিমাণ মদ গ্রহণ করার জন্য অনুমোদন আছে। সেই বিষয়ে আমি লাইসেন্স নিয়েছি। প্রতি বছর আমি সরকারকে ট্যাক্স দেই। আমার মাথায় ব্যাথার (ঘাড়ের পেছনের দিকে ব্যাথা) কারণে এটা মাঝে মাঝে গ্রহণ করতে হয়। এ বিষয়ে মেডিক্যালের পরামর্শ নেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, মাদক মামলায় মাত্র চার বোতল মদ উদ্ধার হয়েছে। মেডিক্যাল গ্রাউন্ডে নির্দিষ্ট পরিমাণ মদ পানের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আসামির ইনজুরি থাকায় মেডিক্যাল গ্রাউন্ডে সীমিত পরিমাণ মাদক গ্রহণ করতে পারবেন। এছাড়া ঘটনার এক বছর পর এফআইআর দায়ের করা হয়েছে। চার্জশিটে অনেকটাই গরমিল করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই ফরিদ মিয়া জানান, আসিফের আইনজীবী এ সময় নিজেদের বক্তব্যের সমর্থনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত মদপানের লাইসেন্সসহ বিভিন্ন চিকিৎসা সনদপত্র আদালতে দাখিল করেন।