জামালখানে ‘ষড়ঋতুর স্বদেশ’ উদ্বোধন

129

বাংলাদেশ দেখবে জামালখান ‘ষড়ঋতুর স্বদেশ’ এই শ্লোগানকে ধারণ করে নান্দনিক সাজে সাজানো হয়েছে নগরীর কাজীর দেউরি থেকে লাভ লেইন সড়কের আইল্যান্ডকে। গত সোমবার রাতে কাজির দেউরি মোড়ে নতুন সাজে এই আইল্যান্ড উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন। উদ্বোধনকালে মেয়র বলেন এই শহর আমার,আপনার সকলের । একে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নগরীর কর্পোরেট হাউজ, নাগরিক সমাজ,বিত্তবান মানুষ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,গণমাধ্যম,ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের প্রিয় নগরীকে সবুজায়নে ভরিয়ে তোলা সম্ভব হবে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন যে কোনো শহরের উন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় । এর জন্য প্রয়োজন ধৈর্য ও সময়ের। তারপরেও এর পাশাপাশি ইতিবাচক দৃষ্ঠিভঙ্গিও মানসিকতা প্রয়োজন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করার পর চট্টগ্রাম নগরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য চসিক সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহন করি। তারই আলোকে আমরা চট্টগ্রাম নগরকে একটি আধুনিক বিশ্বমানের,পরিস্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন শহর গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করি। গ্রীন ও ক্লিন এই দু”টো ধারণা অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই ধারণা তখনই সার্থক ও বাস্তবায়ন হবে,আমরা যারা এ নগরে বসবাসকারি নাগরিক তাদেরকে দল মতের উর্দ্ধে উঠে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধরণের সংকীর্ণতা পরিহার করে একজন নাগরিক হিসেবে দায়িত্ব নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মকান্ডে সহায়তা দেয়া। জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.সুনীল সরকার,দৈনিক বীর মঞ্চ চট্টগ্রামের সম্পাদক সৈয়দ ওমর ফারুক,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি,চসিক নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিকেএমইএ পরিচালক রাজীব দাশ সুজয়, জাবেদুল আলম সুমন,যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, বাবুল, আবদুল মান্নান, ছাত্র নেতা সৈকত দাশ, শৈবাল দাশ, অনিক রুদ্ধ, টিপু চৌধুরী, মানস দেব প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি