জাপা মহাসচিবের বিচার দাবি

26

‘৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা অবমাননাকর মন্তব্য করায় বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শহীদ নূর হোসেনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় জাপা মহাসচিবের বিচার চেয়েছেন কলেজের গভর্নিং বডি, অধ্যাপকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ নূর হোসেনের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য জাপা মহাসচিব মসিউরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ‘৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদানকে স্মরণীয় করে রাখতে শহীদ নূর হোসেনসহ ডা. মিলন, মোজ্জামেল ও জেহাদ এর নামে প্রতিষ্ঠিত হয় নগরীর বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ। বিজ্ঞপ্তি