জাপানে জরুরি অবস্থা বাড়ল ৩১ মে পর্যন্ত

28

একমাসের জরুরি অবস্থা শেষ না হতেই তা ফের ২৪ দিন বাড়িয়েছে জাপান। আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে এ জরুরি অবস্থা বলবৎ থাকবে। করোনাভাইরাস রোধে সোমবার সরকারের বিশেষ প্যানেলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ৮ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত জাপানে প্রথমবারের মত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সোমবার বিকালের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবে বলেন, “আগামী ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত আমরা জরুরি অবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি।” “সবক’টি প্রদেশে যেভাবে জরুরি অবস্থা চলছিল ঠিক একই নিয়মে চলবে। আর এ সময়ের মধ্যে জরুরি অবস্থা পরবর্তী সময়ে করণীয় বিষয় নিয়ে আলোচনা চলবে।”