জাপানে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

24

জাপানে গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২৬ ডিসেম্বর দণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম ওয়েই ওয়েই।
৪০ বছরের ওয়েই ওয়েই একজন চীনা নাগরিক। একই পরিবারের চার সদস্যকে খুনের দায়ে তাকে ওই সাজা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। জাপানের বিচার মন্ত্রণালয় থেকে এ দণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যে ঘটনায় বৃহস্পতিবার ওয়েই ওয়েই-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একই ঘটনায় যুক্ত অন্য দুজন অবশ্য চীনে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখানে গ্রেফতারের পর ২০০৫ সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।