জাপানে আন্তর্জাতিক সম্মেলনে ইঞ্জিনিয়ার আলী আশরাফ

73

জাপানের টোকিওতে অনুষ্ঠিত অষ্টম সিভিল ইঞ্জিনিয়ারিং আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। গত মঙ্গলবার আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স এর অধ্যাপক ড. উইলিয়াম কেলীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের থিম অধিবেশনে স্ট্যাটাস অব বাংলাদেশ ইন এডুকেটিং ফিউচার সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্র্যাকটিশনার্স অন সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার প্র্যাক্টিসেস বিষয়ক প্রবন্ধটি উপস্থাপন করেন তিনি। এশিয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং কো-অর্ডিনেশন কাউন্সিল এবং জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স এর আমন্ত্রণে প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ সম্মেলনে যোগদান করেন।
তিনি তার প্রবন্ধে টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন। ২০১৬ সালে বাস্তবায়ন শুরু হওয়া বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জাতিসংঘের সাসটেইনেবল গোলের ১৭টির মধ্যে অন্ততঃ আটটি গোলের বাস্তবায়ন শুরু হয়েছে। বাকি লক্ষ্যসমূহ পর্যায়ক্রমে অষ্টম ও নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাস্তবায়িত হবে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ বলেন, এমডিজির মতো নির্ধারিত সময়ের পূর্বে এসডিজি বাস্তবায়ন করে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। বিজ্ঞপ্তি