জাপানে আইনপ্রণেতা হলেন বিকলাঙ্গ দুই রাজনীতিক

22

আইনপ্রণেতা হিসেবে জাপানে প্রথমবারের মতো শারীরিকভাবে ‘গুরুতর বিকলাঙ্গ’ দুই রাজনীতিবিদের অভিষেক হয়েছে। বৃহস্পতিবার ওই দুই বামপন্থী নেতাকে করতালির মধ্য দিয়ে পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে স্বাগত জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়াসুহিকো ফুনাগো ও এইকো কিমুরা নামের ওই দুই ব্যক্তির শরীরের বড় অংশই অচল।
অন্যদের সাহায্য নিয়ে কাজ করতে হয় তাদের। জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ের তথ্য অনুযায়ী সেদেশে ৯৬ লাখ ৩০ হাজার প্রতিবন্ধীর বসবাস। গত মাসে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ইয়াসুহিকো ফুনাগো ও এইকো কিমুরা। তাদের নির্বাচিত হওয়াকে জাপানে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার যখন তারা পার্লামেন্টের গেইট দিয়ে প্রবেশ করছিলেন তখন সমর্থকরা তাদের অভিবাদন জানান।