জাপানফেরত এক নারীসহ চারজন কোয়ারেন্টাইনে

36

বান্দরবানে জাপানফেরত খেয়াং স¤প্রদায়ের এক নারীসহ ৪ জনকে বান্দরবান সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংরু নতুন পাড়া থেকে সদর হাসপাতালে নিয়ে আসা হয় ঐ নারীকে এবং তাকেসহ একই পরিবারের ৪ জনকে বান্দরবান সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। সিভিল সার্জন ডা. অংসুইপ্রূ মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, জাপান থেকে ফেরত খেয়াং নারী বান্দরবান সদর উপজেলার গুংরু এলাকায় ঘুরাফিরা করেন। তাই এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঐ নারীকে বান্দরবান হাসপাতালে নিয়ে আসা হয়। ঐ নারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু তা মানেন নি। তাই প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগ নিরাপত্তার কথা চিন্তা করে একই পরিবারের ৪ জনকে বান্দরবান সদর হাসপাতালে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সিভিল সার্জন ডা. অসুই প্রূ মারমা আরোও জানান, বান্দরবান সদর হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে সদর হাসপাতালে ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে তা ১শ বেডে উন্নীত করা হবে। তবো বিদেশী লোকজনদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গতকাল বুধবার বিকালে বান্দরবান বাজারের দোকানে দোকানে লিফলেট বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় বাজারের বিভিন্ন দোকানের মালিক, কর্মচারী ও পথচারীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ লিফলেট বিতরণ করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সচেতন থাকতে পারলে এই ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারবো। এজন্য বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে। তিনি আরো বলেন, আমাদের বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা যেন সঠিকমত কোয়ারেন্টাইন পালন করে সে ব্যাপারেও খোঁজখবর রাখা হচ্ছে। কেউ যদি এই নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।