জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার মানববন্ধন -বিক্ষোভ

0

সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার চেরাগী পাহাড় মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, ওয়াসার সিবিএ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোতোয়ালী, বাকলিয়া, পাঁচলাইশ, বায়েজিদ, খুলশী, চকবাজার, হালিশহর, বন্দরসহ বিভিন্ন থানা ও বেসিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মো. ইমাম শরিফ, নুর মো. চৌধুরী, হিরণ মিয়া, মো. রিয়াজ, মো. শাহ আলম, মো. হাসান, মো. খোরশেদ, মো. শাহাদাত, নুরুল ইসলাম, আবদুল মালেক, মো. সেলিম, মো. কায়সার, মো. নুর মুন্সী, মো. ইমরান প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাÐ ও আপামর জনগণের কল্যাণ আমল পরিবর্তন হওয়ায় একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে এ ধরণের সাম্প্রদায়িক হামলার মধ্যমে জাতিকে বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। এটা সর্বস্তরের শ্রমিক সমাজ কোন অবস্থাতেই মেনে নিতে পারে। তাই আমরা শ্রমিক সমাজ এদের বিরুদ্ধে আন্দোলন করতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের গতিকে স্থিতিশীল রাখার লক্ষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহŸান জানান। বিজ্ঞপ্তি