জাতীয় শোক দিবস পালিত

51

সীতাকুন্ড : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সীতাকুন্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে সোয়া দুই কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ এলাকায় ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। গত ১৭ আগস্ট আকিলপুর, জমাদারপাড়া-বোয়ালিয়াকূলে পুনঃসংস্কারকৃত বেড়িবাঁধে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।
তিনি বলেন, ঘূণিঝড় পূর্বক এ এলাকার উপকূলীয়বাসি আতংকে থাকতো। আমি এমপি নির্বাচিত হওয়ার পর এই বেডিবাঁধটি নিমার্ণ করতে সফল হয়েছি। এখন এই এলাকাবাসি সুফল ভোগ করছে। এখন রোপণকৃত বৃক্ষ এ বেডিবাঁধ রক্ষায় ভূমিকা রাখবে। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এম.ডি.ই আনিছ হায়দার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, ইউনিয়ন পরিষদ সচিব দিদারুল আলম, ইউপি সদস্য মো. রাশেদ, আলমগীর, মো. হাসান, মো. শফিউল আলম, মহিলা সদস্য নুর নাহার বেগম, আওয়ামী লীগ নেতা আরশাদ মাহমুদ, কামরুজ্জামান, জিকু, পেয়ার আহমদ, নুর নবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, সেলিম মজিদ, নুর উদ্দিন জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী আদিল, আশরাফ, ফারুক, তুহিন, রানা, হাসান, নাজমুল, মুন্নাসহ প্রমুখ।
সন্দ্বীপ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার স্থানীয় দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহিম উল্লার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। কাছিয়াপাড় ২নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন। অনুষ্ঠানে হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার সংগ্রামে আমাদের সকলকে কাজ করতে হবে। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্নার মাগফেরাত কামনায় এবং দুর্ঘটনায় আহত হারামিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসীম উদ্দিনের দ্রুত সুস্থতার জন্য দোয়া পরিচালনা করা হয়।
নাজিরহাট : জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে অভিযাত্রিক পরিষদের উদ্যেগে পরিষদের প্রাক্তন সভাপতি ডা. মো. শফিউল আজমের পৃষ্ঠপোষকতায় পবিত্র খতমে কোরআন, রক্তদান ও ফ্রি খৎনা ২ দিনব্যাপি কর্মসূচি গত ১৫ ও ১৬ আগস্ট পরিষদের সভাপতি মো. ওসমান গণি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এমএ হামিদ, জাফত নগর ইউপির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরি, জাফত নগর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিম, পরিষদের প্রাক্তন সভাপতি এসএম জাকারিয়া, অধ্যাপক মো. নাছির উদ্দীন, কেএম মহিউদ্দীন কাউছার, ড. মো. ইব্রাহিম হোসেন, সেকান্দার আলম, মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. মেহসিন হায়দার, মো. আব্দুল হাই, আব্দুল হাকিম পারভেজ, রুপন কুমার নাথ, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ। সর্বাত্তক সহযোগিতা প্রদান করেন আহব্বায়ক বিকাশ দেবনাথ, সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন, আজগর সাকিব, মো. আলী আশরাফ, মো. রিদুয়ানুল হক, মো. নরুল আজম, মো. শাকিল ইমতিয়াজ, জাফর ইকবাল, রাশিক ফরহান, মো. আবু নাঈম, মো. এএম মুবিন প্রমুখ।
জাফতনগর ইউনিয়ন আ.লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে ফটিকছড়ির উপজেলার জাফতনগর ইউনিয়ন আওযামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মুক্তিযোদ্ধা আবদুল মন্নান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জাফতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জিন্নাত আলী। বিশেষ অতিথি ছিলেন জাফতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও কাতার ফটিকছড়ি সমিতির সভাপতি আলহাজ্ব মো. জিয়াউদ্দিন জিয়া, এসএম জাকারিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সাতকানিয়া পৌরসভা শেখ রাসেল স্মৃতি সংসদ : সাতকানিয়া পৌরসভা শেখ রাসেল স্মৃৃতি সংসদের উদ্যোগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিদুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশি দশকের সাবেক সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস শুক্কুর। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা গোলাম ফেরদৌস রুবেল, নব্বই দশকের সাবেক সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রকিবুল হক দিপু, জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, পৌরসভা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মিন্টু প্রমুখ। উক্ত আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্বপরিবারকে স্মরণ করে দোয়া করা হয়।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ১৫ আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সী, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খান স্বপন, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মো. সেলিম প্রমুখ।
রাঙ্গুনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগলুল হুদা, পারুয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক নাজিম মোহাম্মদ লোকমান, ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা কাজী মো. জহুরুল ইসলাম প্রমুখ। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক। এরআগে ১৫ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন গণশিক্ষা কেন্দ্রেও দোয়া, মিলাদ মাহফিল সহ নানা কর্মস‚চী পালন করা হয়েছিল।
বাঁশখালী : গত ১৫ আগস্ট জাতির জনকের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা কাঙ্গালী ভোজ নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ মেম্বার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল আলম ছিদ্দীকি ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রায়ান জান্নাত। এতে উপস্থিত ছিলেন মাহবুব আলী, জেলা যুবলীগ সদস্য আবুল কালাম, মো. ইউনুছ, মো. ফরিদুল আলম মেম্বার, আব্দুস ছবুর, জয়নুল আবেদীন, ওসমান গণি, মোহাম্মদ আলী, জামাল হোসেন, সেলিম সোহান, জিয়াউদ্দীন আরিফ, দাউদ মানিক, মাহফুজুল হক, গিয়াস উদ্দীন, জিয়াদ সিকদার, এনামুল হক, নেজাম উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম নাহলে এদেশ কোন দিন স্বাধীন হত না। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশে খুনের রাজনীতি শুরু হয়েছে। সভায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
সীতাকুন্ড : গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুন্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট টেরিয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় হল রুমে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। শোক দিবসের অনুষ্ঠানের এক ফাঁকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষণ প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় শোক দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, উপজেলা আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, মোহাম্মদ শাহাজাহান, ঈসমাইল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খাঁন, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দীনসহ বারৈয়াঢালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজ : রাঙামটির লংগদু উপজেলায় লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গত ১৫ আগস্ট কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. আজগর আলী, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, অর্থনীতি বভিাগের প্রভাষক মুসা তালুকদা প্রমুখ। এরপরেই সংকিপ্ত আলোচনায় লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল­াহ এর সভাপতিত্বে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, বঙ্গবন্ধুর মত নেতার জন্ম না হলে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। স্বাধীন বাঙালী জাতি হিসেব আত্মপরিচয় দিতে পারতাম না। দেশী ও বিদেশী চক্র বঙ্গবন্ধুসহ পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আজ আমরা বঙ্গবন্ধু আত্মদানের এ দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শেষে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করে লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান।
ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বক্তপুর দায়রা বাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ফারুক আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক গোলাম ছরওয়ার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়াম লীগের সহ-সাধারণ সম্পাদক এম জালাল হোসেন, প্রচার সম্পাদক এম মনসুর মিয়া, উপদেষ্টা মোহাম্মদ আলী, সম্মানিত সদস্য মোবারক আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাস্টার তৌহিদুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল পাশা বাদল, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আবুল বাশার, খোরশেদুল আলম ও আলী আশরাফ।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যসহ ১৫ আগস্ট, ১৯৭৫ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।