জাতীয় শোক দিবস পালিত

69

সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন আ.লীগ : কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাসুদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আতাউর রহমান খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী। এতে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুব ও ক্রিড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃদুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জনসংখ্যা বিষয়ক সসম্পাদক এড. শাহরিয়ার, সদস্য রুপ কুমার নন্দী খোকন, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহরাব হোসেন মিন্টু, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মুক্তিযোদ্ধা ছগির আহমদ, হাজী ছালেহ আহমদ, নুরুল আলম, জন্মজয় নাথ, ইসলাম চৌধুরী, জসীম উদ্দীন চৌধুরী, আবুল বশর, নজীর আহমদ, মোহাম্মদ ইউনুচ, সৈয়দ এরশাদুর রহমান, মোহাম্মদ আবু শরীফ, আবদুল আজিজ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ নবী, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ গিয়াস উদ্দীন, আবু তৈয়ব, মোহাম্মদ ফজল কবির, মোজাফফর হোসেন, জামাল উদ্দীন কাদেরী, আবীদুর রহমান, মুহাম্মদ হারুন, মোহাম্মদ সেলিম, আজিজুর রহমান, শেখ রাসেল, আব্বাস, ফোরকান, আবু তাহের, ইলিয়াছ সিকদার, মুনির হোসেন, আবু সায়ীদ, সুমন, দেলোয়ার হোসেন,সাইফুল ইসলাম, জোবায়ের সিকদার, তারেক, সায়মন, বাদশা, শহীদুল্লাহ, আলমগীর, মাহফুজুল্লাহ, কোরবান আলী, মো. আবু তাহের, আব্দুল আলম প্রমুখ।
সাতকানিয়া পৌরসভা শেখ রাসেল স্মৃতি সাংসদ : জাতির জনক বঙ্গবনন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত উপলক্ষ্যে সাতকানিয়া পৌরসভা শেখ রাসেল স্মৃতি সাংসদের উদ্যেগে ১৭ আগস্ট সাতকানিয়া সরকারি টাউন প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সংসদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও প্রধান উদ্যোক্তা ইয়াছিন আরফাত লিলি ও সাধারণ সম্পাদক মো. সাহিলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যাংকার রকিবুল হক দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, পৌর আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক, সাতকানিয়া কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌরসভা আওয়ামী লীগ নেতা রুবেল রাজ, জুয়েল খালিদ, পৌরসভা যুবলীগ নেতা আনিসুর রহমান, সংসদের সিনিয়র সহ-সভাপতি রিপাত মুনতাসীর, সহ-সভাপতি ছায়েম, হাবিবুর রহমান, তানভীরুল হক লিখন, সহ-সাধারণ সম্পাদক হাসান মুরাদ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিতুমির হক তুফান প্রমুখ।
বিনাজুরী ইউনিয়ন আ.লীগ : রাউজানের বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা আলহাজ আবু মোহাম্মদ খালেদ, সভাপতি সংঘ প্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পূর্ব গুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাউজান ১০নং পূর্ব গুজারা ইউনিয়ন ৯নং ওয়ার্ড হামজার পাড়া জামে মসজিদের খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাহমুদ, পূর্ব গুজারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, পূর্ব গুজারা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম, মো. রমজান আলী, পূর্ব গুজারা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল হক, যুবলীগ নেতা মো. এরশাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরমান, বড় ঠাকুর পাড়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মো.জাফর, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মহিন উদ্দিন লিংকন, সিনিয়র সহ-সভাপতি মো.বাদশা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল, অর্থ-সম্পাদক মো.জামশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জোবায়ের জয়, ধর্ম-বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন মনি, আইন বিষয়ক ইয়াছিন আরফাত, সহ- মো.সিহাব, সদস্য ইউসুফ, সিহাব, আরাফাত, ইসমাইল, তকির হোসেন, ইসমাইল হোসেন, খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল মাবুদ ও মৌলানা আমিন, আব্দুল নবী মো. মাহাবু ইসলাম, মো. খোরশেদ।
বান্দরবান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা ও সদর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুুরুস্কার বিতারণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক এর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেই স্বপ্ন তিনি পুরণ করতে না পারলেও তার সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাটি হাটি পা পা করে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর হাতে গড়া একটি প্রতিষ্ঠান।
ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যারা ইসলামের নাম দিয়ে সারা বিশ্বে সন্ত্রাসবাদ জঙ্গিবাদে লিপ্ত তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না প্রকৃত পক্ষে তারা ইসলামের শত্রু, তাই আমাদের সকলকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করে তা সাধারণ মানুষের মাঝে আরো বেশী প্রচার করে যেতে হবে। পরে বিজয়দের মাঝে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পুস্তক পুরস্কার হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি