জাতীয় শোক দিবস পালন

25

বান্দরবান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা ও সদর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুুরস্কার বিতারণ করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হকসহ মসজিদ ভিত্তিক গণ শিক্ষার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা,সেই স্বপ্ন তিনি পূরণ করতে না পারলেও তার সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাটি হাটি পা পা করে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর হাতে গড়া একটি প্রতিষ্ঠান। ইসলাম শান্তির ধর্ম,ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা,যারা ইসলামের নাম দিয়ে সারা বিশ্বে সন্ত্রাসবাদ জঙ্গিবাদে লিপ্ত তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগরের সভাপতি ডা. সৈয়দ সাইফুল ইসলাম। অধ্যাপক প্রদীপ রায় ও অ্যাডভোকেট কানু রাম শর্মার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বি কে বিশ্বাস বিপ্লব। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য সচিব এড. জাহাঙ্গীর আলম, ছড়াকার আ.ফ.ম মোছেচ্ছের আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. নুর উদ্দিন জাহেদ, শাহাদাত হোসেন, শাহিন আক্তার বিউটি, ফেরদৌসী বেগম মিতু, এড. সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল এড. শফিউল আজম বাবর, সাংবাদিক রাজু চৌধুরী, এড. সৈকত দাশ গুপ্ত, ডা. রেজাউল ইসলাম, সাংবাদিক নুরুল কবির, মো. সেলিম উদ্দিন, নিতাই চন্দ্র দাশ, আনিসুর রহমান, মামুনুর রশিদ মামুন, ডা. আসিফ মাহমুদ, অধ্যাপক প্রবীর বড়ুয়া, অধ্যাপক ফসিউল আলম, শরফুদ্দিন আহমেদ মাহী, অধ্যাপক মিল্টন দেবনাথ, রাজন পাল প্রমুখ। সভার পূর্বে চট্টগ্রাম সিটি কপোরেশনের সম্মুখে স্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।