জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

85

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ১৪ আগস্ট সকালে আয়োজিত র‌্যালিটি সরফভাটা ইত্যাদি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি নবীর হোসেন তালুকদার, জসিম উদ্দিন, এনায়েতুর রহিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ, আবুল কালাম, সাইদুর রহমান তালুকদার, খাইরুজ্জামান, আবদুর সবুর, খোরশেদ আলম সুজন, শওকত উল আলম, আবু তাহের, সিরাজুল ইসলাম, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন, অনন্ত মার্মা, মো. হোসেন আহমদ, মো. জমির, মো. ইলিয়াছ, মো. সিরাজ, মো. শহিদুল্লাহ চৌধুরী, শুকু মুন্সি, আবু আনছার, ইউপি সদস্য মো. আলী তালুকদার, মো. শহিদ, সেলিনা আক্তার, শিরিন আক্তার, মো. মাহবুব সিকদার, সাইফুল চৌধুরী, মো. জামাল, মো. সিরাজ, মো. মহির, মো. মুসা, রুবেল তালুকদার, মো. জামাল, মো. সেলিম, মো. সোহেল আরমান, আতিক সুজন, মো. সারেক প্রমুখ।
রাউজান বাংলার মুখ : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাউজান পৌর যুবলীগের আয়োজনে, বাংলার মুখ শিল্পকলা একাডেমীর সহযোগিতায়, চিএাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আনুষ্ঠান পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে আনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমিরউদ্দীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের নেতা জিকু দত্ত, জয়নাল আবেদীন, রাউজান বিশ্ব বিদ্যায়ল কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর, জামশেদ, বাংলার মুখ রাউজান বিশ্ববিদ্যালয়ে কলেজ শাখার সভাপতি জুয়েল, সাধারন সম্পাদক প্রিমত, সাক্কিব, শিপন, আজাদ, আর্ট সেন্টার, শুভ প্রমুখ।
ধুমারপাড়া আনন্দ বিহার : রাউজান উপজেলাধীন পূর্ব গুজরা ধ‚মারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির আহব্বানে ১৫ আগস্ট বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সভায় ১৯৭৫ এর ১৫ আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে সমবেত প্রার্থনা করা হয়।
সভায় আসন্ন প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান যথাযথ ধর্মীয় আবহে সম্পন্ন করতে রুদয়ন বড়ুয়াকে সভাপতি, রিপন বড়ুয়াকে সাধারণ সম্পাদক, বিটু বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কঠিন চীবর দান উদযাপন কমিটি গঠন করে আগামী ১৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ শনিবার, কঠিন চীবর দানের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, বিজয় কুমার বড়ুয়া, সুশীল কুমার বড়ুয়া, প্রকৃতি রঞ্জন বড়ুয়া, সজল বড়ুয়া, মৃনাল বড়ুয়া, দানবীর বড়ুয়া, প্রবারণ, কনক, আলোক, রিংকু, অভিজিৎ, সৌমেন, অরুন, চন্দন, বিনোদ, প্রকাশ বড়ুয়া প্রম‚খ।
সভায় বিহারের সভাপতি শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়ার সমাপনী বক্তব্যে আসন্ন প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপনে গ্রামবাসীসহ সমগ্র বৌদ্ধ জনগোষ্ঠীর সকল প্রকার সহযোগিতা কামনা করেন। পরে গ্রামবাসী ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধনের লক্ষে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বিহার প্রাঙ্গণ ও আশপাশের রাস্তা-ঘাট পরিষ্কার করেন।
সুলতানপুর প্রসন্ন প্রাথমিক বিদ্যালয় : রাউজান পৌসভার সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যারয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমীর কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা শামীম আরা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগি বদরুল কামাল চৌধুরী হারুন, সমাজ সেবক মোহাম্মদ আইয়ুব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী রোকন, উত্তম রায়, শিক্ষিকা লক্ষী, তন্দ্রা, উর্মিলা, বিলকিছ ও রুমকি।
পূর্ব গুজরা ইউনিয়ন : রাউজানের ১০নং পূর্ব গুজরা ইউনিয়নে জাতীয় শোখ দিবস উপলক্ষে ৪০টি মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার বড়ঠাকুর পাড়াস্থ হযরত মাওলানা শেখ আনছার আলী মাজারস্থ আজিম আলী মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা ও দরবারে আনসারিয়ার সাজ্জাদানশীল এডভোকেট এম.আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ। তকরির করেন মাওলানা মোহাম্মদ ছাবের, মাওলানা ইলিয়াছ হোসাইন, মাওলানা আবদুল কাদের, মাওলানা সৈয়দ কামাল. মাওলানা গোলাম মোস্তাফা।
আনোয়রা জেকেএস উচ্চ বিদ্যালয়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলার জেকেএসউচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদ ও সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন।
বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আবু ছাদেক ছিদ্দিকী, মো.নাসির উদ্দিন, খোকন চন্দ্র নাথ ও সমীর কান্তি নাথ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি