জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আজ থেকে

62

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে চট্টগ্রাম জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা- ২০১৯ আজ ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শিশু একাডেমী প্রাঙ্গনে শুরু হচ্ছে। ২৫ জানুয়ারি শুক্রবার প্রতিযোগিতা সম্পন্ন হবে ও ঐদিন বিকেল ৩ টায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা ও দুপুর আড়াইটা থেকে চিত্রাংকন, মাটির কাজ, বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা, আবৃত্তি, অভিনয় এবং ২৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে নাসিরাবাদস্থ চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ে উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদেরকে আগামীকাল ২৩ জানুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম শিশু একাডেমিতে এসে রির্পোট করতে হবে। বিজ্ঞপ্তি

শ্রেষ্ঠ ইউপি সদস্যের সম্মাননা
পেলেন হিমেল চৌধুরী

বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হিমেল চৌধুরী (বাবু)-কে সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগের সফল ও শ্রেষ্ঠ ইউপি সদস্য পদক প্রদান করেন শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ উদ্দীপ্ত বাংলাদেশ। গত ২১ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচিত্রকার ভাষা সৈনিক মো. রফিকুজ্জমান, উদ্দীপ্ত বাংলাদেশ-এর সাধারন সম্পাদ মো. গোলাম রব্বানী খান প্রমুখ। হিমেল চৌধুরী বাবু চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউপি সদস্য হওয়ায় মধ্যম শাকপুরা সবুজ সংঘ ও এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি