জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

147

জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর :
গত ২ এপ্রিল চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির উদ্যোগে আন্দোলন, সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের জাতীয় যুব সংহতির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাড়ম্বরে কেক কেটে নগরীর চকবাজারস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক কে এম আবছার উদ্দিন রনির সভাপতিত্বে ও সদস্য সচিব কায়সার হামিদ মুন্নার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা সালামত আলী, ছগির আহমদ সোহেল, মো: আলী। এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও নগর জাপা নেতা আলী ইমরান চৌধুরী, নগর জাপা নেতা সার্জেন আবু তাহের, ছবির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর আহবায়ক জামশেদ আলম, কেন্দ্রীয় সদস্য ও নগর সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, নগর যুব সংহতির যুগ্ম আহবায়ক জহুর উদ্দিন জহির, জাহাঙ্গীর আলম, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক শমীর সরকার, ছাত্রসমাজ নগর সাধারণ সম্পাদক এম এন জাহাঙ্গীর সেলিম, নগর মহিলা পার্টি নেত্রী পারুল আকতার, শামীম আকতার, রোজীনা বেগম, খুলশী থানা যুব সংহতির সভাপতি হাসান আলী, বাকলিয়া থানার সভাপতি এম এ শুক্কুর, পতেঙ্গা থানার সভাপতি হাফেজ খয়রাত হোসেন, সদস্য সচিব মো: পারভেজ, কোতোয়ালী থানার সভাপতি মোহাম্মদ শামীম, বায়েজীদ থানা যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন আপন, যুগ্ম আহবায়ক সাইফুল বিন বাহার, মোহাম্মদ জসিম উদ্দিন, চান্দগাঁও থানা সভাপতি আবু তাহের, সদস্য সচিব মো: ওসমান, আকবর শাহ থানার আহবায়ক শেখ জালাল, পাঁচলাইশ থানার আহবায়ক শওকত আলী।
জাতীয় যুব সংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলা :
জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্সিণ জেলা সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা সরকার বলেছেন দেশের যুব সমাজ বেকারত্বের অভিশাপ নিয়ে হতাশায় নিমজ্জিত। হতাশা থেকে দেশের ভবিষ্যত কান্ডারী যুব সমাজ মাদক, ছিনতাইসহ নানা রকম সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে দেশে বেকারত্ব নৈরাজ্য ছিলো না। বর্তমান সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেও সুষ্ঠু-নীতিমালার অভাবে বেকার সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে।
গত ২ এপ্রিল বিকাল ৪ টায় জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত সভায় জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রূপেশ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্ণফুলী থানার সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, আনোয়ারা উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রব চৌধুরী টিপু, জেলা অর্থ সম্পাদক ও কর্ণফুলী থানার সাধারণ সম্পাদক মাহমুদুল হক বেঙ্গল, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হারুন উর রশিদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা যুব সংহতির সহ-সভাপতি মোঃ জামাল, মোঃ ফরিদ সরকার, পটিয়া উপজেলা সভাপতি দিদারুল আলম, সাতকানিয়া উপজেলা সভাপতি মতিউর রহমান ফরহাদী, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ রুবেল, যুব সংহতির প্রচার সম্পাদক আব্দুল হাকিম, কর্ণফুলী উপজেলার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি