জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

47

 

শুলকবহর সুচয়ন বিদ্যাপীঠ :
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুলকবহর সুচয়ন বিদ্যাপীঠে গত ৫ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর শারীরিক বৃদ্ধি ও রাতকানা রোগ প্রতিরোধে খুবই প্রয়োজনীয়। এতে শিশু মৃত্যুঝুঁকি কমে বহুলাংশে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ই জুন হতে ১৯শে জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ ঘোষণা করেছে। এই সময়টির মধ্যে ভুলে না গিয়ে শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র হতে ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করার জন্য অভিভাবকদের প্রতি আহŸান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুফী, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুক, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা এমরানুল হক এমরান, শুলকবহর মহল্লা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুজিব সম্রাট, কার্যনির্বাহী সদস্য মাহমুদ রেজা সুজা, নেজামউদ্দৌলা, রাজিবুল ইসলাম চৌধুরী হিরা, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, কাউন্সিলরের এপিএস কাউসার আলম রাজু, সাংবাদিক সমীর পাল, সমাজসেবক সোহেল আহমেদ, দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা বিসমিল্লাহ মহিউদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল হক, যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মো. আক্তার হোসেন, আরিফ সুমন, ছাত্রলীগ নেতা তৌসিফ আহমেদ নূর, মো. ওয়াহিদসহ প্রমুখ।
ফিরিঙ্গীবাজার ওয়াড :
৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। ওয়ার্ড সচিব সৌমেন ভট্টাচার্য্যরে পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন আলকরণ ১ নম্বর মহল্লা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক শাহাদাত হোসেন, সহ-সভাপতি ছিদ্দিক আহমেদ, ওয়ার্ডের দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ডাঃ আমেনা মোস্তফা, নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম, সমাজকর্মী মোঃ সাইফুল প্রমুখ। প্রধান অতিথি কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, শিশুরা বাড়ন্তকালে তাদের পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন। তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সময়মত সরকারী ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শিশুর জন্য অপরিহার্য। তিনি শিশুদের রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যত নাগরিক এবং উজ্জ্বল সম্ভাবনাময় উল্লেখ করেন। তাদেরকে যথাযথ যতœ এবং পরিচর্যার মাধ্যমে জাতির আগামীর সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী :
৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী। কাউন্সিলর বলেন, শিশুদের অন্ধত্ব ও মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া অতিব প্রয়োজন। তিনি শিশুদের রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যত নাগরিক এবং উজ্জ্বল সম্ভাবনাময় উল্লেখ করেন। তাদেরকে যথাযথ যত্ন এবং পরিচর্যার মাধ্যমে জাতির আগামীর সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
দেওয়ান বাজার মমতা ক্লিনিক :
নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের দেওয়ান বাজার মমতা ক্লিনিকে গত শনিবার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম। উদ্বোধনী দিনে শান্তিনগর সমাজ কমিটি, সৈয়দ শাহ রোড,রাহাত্তারপুল হাসপাতালেও এই ক্যাম্পেইন চলে। স্থানীয় সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম, টীকাদান কর্মী তুহিনা বেগম,এনি চৌধুরী,তপতি দাশ।
দেওয়ানবাজার ওয়ার্ড :
গত শনিবার সকাল ১১ ঘটিকায় সারা দেশের মত একযোগের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়ও ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কর্মযজ্ঞ শুরু হয়েছে। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে স্থায়ী টিকা দান কেন্দ্রে ৫ মাস হতে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়। যাহা আগামী ১৯ জুন পর্যন্ত চলমান থাকিবে। ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের দাতব্য চিকিৎসালয়ের স্থায়ী টিকা দান কেন্দ্রে প্রতি বুধবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলিবে। ভিটামিন “এ” ক্যাপসুল এর ফলে শিশুরা রাতকানা রোগ হতে রক্ষা পায়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডায়রিয়া, আমাশয়, কলেরা, নিউমোনিয়া সহ অন্যান্য রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উক্ত কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক মো: আসলাম খান, ডা: রফিকুল ইসলাম-জোনাল মেডিকেল অফিসার, দেওয়ান বাজার, আহম্মেদ আলী হাসেমী-ই.পি.আই টেকনেশিয়ান, দেওয়ান বাজার জোন, মোতাহের হোসেন চৌধুরী- ওয়ার্ড সচিব, দেওয়ান বাজার ওয়ার্ড। উপস্থিত ছিলেন এরশাদ মোমেন মিন্টু, আবদুল্লাহ আল হারুন, আবদুল্লাহ আল নোমান, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার সহ অন্যান্যরা।