জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

28

সাতকানিয়া : সাতকানিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেনের সভাপতিত্বে ও প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানি, উপজেলা শিক্ষা অফিসার আশিষ চিরাণ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিম শরিফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইদ্রীস ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন-নবী খোকন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, সামাজিস স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলোর সদস্য মো. এনামুল হক প্রমুখ।
রাউজান : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ মোহড়া, শোভাযাত্রা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা গত সোমবার রাউজান উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। সভার আগে সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, বন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। সেভ দ্যা চিলড্রেন এবং গ্রীন হিলের যৌথ সহযোগিতায় আশ্রয় কেন্দ্র (এম পি সি এস) এর আওতায় মঙ্গলবার দিবসটি পালিত হয়।
দুর্যোগ ঝুঁকি হ্রাস-পূর্ব প্রস্তুতি-টেকসই উন্নয়নে আনবে গতি এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাসিংনু মার্মা, মংসা থোয়াই মার্মা, ইউপি মেম্বার জাফর আলম। সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন হিলের প্রকল্প সমন্বয়ক অমলান চাকমা, ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন মুহাম্মদ কামরুজ্জামান।