জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা

20

ক্লাবের অনুশীলন থেকে জাতীয় দলের ক্যাম্পে এসে প্রথম অনুশীলনে নামলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। লম্বা বিরতির পর মাঠে ফিরতে সতীর্থদের উন্মুখ হয়ে থাকাটা মনে ধরেছে তপু বর্মনের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পঞ্চম দিনের অনুশীলন সারল দল। অবশ্য ক্যাম্পে দেরিতে যোগ দেওয়া বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এদিন প্রথমবারের মতো অনুশীলন করলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ রয়েছে। ২০২২ বিশ্বকাপের বাছাই পুনরায় শুরু হওয়ার কথা থাকায় গত অগাস্টে ক্যাম্প শুরু হয়েছিল জাতীয় দলের। বাছাই পিছিয়ে যাওয়ায় কদিন পরই ক্যাম্প বন্ধ হয়ে যায়। প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ৩৬ জনের মধ্যে একমাত্র বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাই ক্লাবের ক্যাম্পে অনুশীলনের মধ্যে ছিলেন।
এদিকে নেপাল ম্যাচের আগে হাতে সময় মাত্র ২০ দিন। এই অল্প সময়ে ফিটনেস পুরোপুরি ফিরে পাওয়া কঠিন মানছেন জাতীয় দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। জানালেন, নেপাল ম্যাচের আগে বসুন্ধরা কিংসের ও বাকি খেলোয়াড়দের ফিটনেস লেভেল একই পর্যায়ে আনার চেষ্টা করে যাচ্ছেন তারা। কিংসের খেলোয়াড়দের সঙ্গে বাকিদের ফিটনেসের পার্থক্য খুব একটা দেখছেন না সহকারী কোচ। আজ বৃহস্পতিবার প্রধান কোচ জেমি ডের ইংল্যান্ড থেকে ঢাকায় আসার কথা রয়েছে।